বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

এবার লোহিত সাগরে নৌ অভিযান পরিচালনা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

ফিলিস্তিনি জনগণের সমর্থনে লোহিত সাগরে একের পর এক ইসরাইলি জাহাজে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠন। গত মাসে এই হামলা রুখে দিতে সংগঠনটির বিভিন্ন ঘাটি লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরপরও হুথিদের লোহিত সাগরে হামলা থেকে বিরত রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে শক্তিধর দেশগুলো। আর তাইতো ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লোহিত সাগরে হুথিদের দমনে নৌ অভিযান পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো।

বুধবার (৩১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ বিষয়টি জানান।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এখন পর্যন্ত লোহিত সাগরে বহু বাণিজ্যিক জাহাজে আক্রমণ করেছে হুতিরা। ইসরাইল ও তার সাথে যুক্ত এমন জাহাজগুলোতেই আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ইয়েমেনের বিস্তৃত অঞ্চলের নিয়ন্ত্রণকারী হুথিদের দাবি, গাজ্জায় গণহত্যা বন্ধ না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের আগে জোসেফ বোরেল সাংবাদিকদের বলেন, “আশা করি আগামী ১৭ই ফেব্রুয়ারি এই নৌ অভিযান শুরু করা হবে। ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ হয়তো অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করবে না, তবে এতটুকু নিশ্চিত যে কেউ বাধা দেবে না।”

বোরেল আরো বলেন, “ইউরোপীয় ইউনিয়নের এই অভিযানের নাম ‘এসপাইডস’ দেওয়া হতে পারে। যার অর্থ রক্ষাকারী।”

তিনি বলেন, “এই অভিযানের মূল উদ্দেশ্য বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা প্রদান ও আক্রমণ থেকে রক্ষা করা। তবে হুথিদের বিরুদ্ধে এটি কোন হামলায় অংশগ্রহণ করবে না।”

সূত্র: মিডল ইস্ট মনিটর ও আফ্রিকা নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img