বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

হামলার প্রতিবাদে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো পাকিস্তান

বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার উত্তেজনার মধ্যে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। পাশাপাশি ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচের বরাত দিয়ে বুধবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

পাশাপাশি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় দুই দেশের মধ্যে চলমান বা নির্ধারিত সমস্ত উচ্চ-পর্যায়ের সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img