দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে, জনগণ নেই ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
রোববার (৭ জানুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অবৈধ সরকারের অধীনে, অবৈধ নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা নির্বাচন নয়, নাটক মঞ্চস্থ হলো।
জয়নাল আবদিন ফারুক বলেন, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সারা বাংলাদেশের তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা যেটা দেখতে পেয়েছি সাত থেকে আটজন করে প্রতি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত হয়েছে। জনগণ এই ভোট বর্জন করেছে। এই ভোট গ্রহণ করেনি। বিশ্ববাসী এই ভোট গ্রহণ করবে না। নির্বাচনের নামে এই নাটক মঞ্চস্থ দিয়ে সরকার টিকে থাকতে পারবে না।
তিনি আরো বলেন, বিএনপি আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে এবং আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে।