দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি মা ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ পদযাত্রা করেছে নেদারল্যান্ডসের মায়েরা।
শনিবার (৬ জানুয়ারি) রটারডামে এই বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
ইউরোপের সর্ববৃহৎ ও পৃথিবীর ৩য় বৃহত্তম নৌ-বন্দর নগরীতে ফিলিস্তিনি মায়েদের সমর্থনে আয়োজিত এই বিক্ষোভ পদযাত্রার নাম দেওয়া হয় ‘মায়েদের প্রতিবাদী পদযাত্রা’। শত শত ডাচ মা ও নারী এই প্রতিবাদী পদযাত্রায় অংশগ্রহণ করেন।
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে পদযাত্রাকালে তাদের ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ও ইসরাইল-আমেরিকা শেম অন ইউ সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে দেখা যায়। এছাড়া অনেককে নেতানিয়াহুর প্রতিকৃতিতে জুতা মারতে মারতে এগিয়ে যেতে দেখা যায়।
শোউবার্গ স্কয়ার থেকে শুরু হয়ে প্রতিবাদী পদযাত্রাটি সিটি হলে গিয়ে থামে। এসময় প্রতিবাদী পদযাত্রা ও বিক্ষোভে অংশগ্রহণকারী মায়েরা সাদা কাফনে মোড়ানো প্রতিকী ফিলিস্তিনি শিশুদের মরদেহ সামনে রেখে নিজেদের ও শিশুদের ভবিষ্যত নিয়ে শঙ্কার কথা জানান। ফিলিস্তিনি মা ও শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশ করেন ইসরাইলের উপর ও তাদের বোমা দিয়ে সহায়তা করায় আমেরিকার উপর। দাবী জানান অবিলম্বে গাজ্জায় গণহত্যা বন্ধের। ইসরাইলকে বিচারের মুখোমুখি করার।
উল্লেখ্য, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২২ হাজার ৪০০ এর অধিক ফিলিস্তিনি।
এছাড়া তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫৭ হাজার ৬১৪ এর অধিক ফিলিস্তিনি।
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ও শাহাদাত বরণকারীদের মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।
সূত্র: আনাদোলু