অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধ শেষ হলে তা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অথবা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দ্বারা পরিচালিত হবে না বলে জানিয়েছেন অবৈধ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্ট।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গ্যালান্টের অফিস এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জার বাসিন্দারা যেহেতু ফিলিস্তিনি, তাই তাদের মধ্য থেকেই শাসনভার অর্পণ করা হবে। তবে তারা ইসরায়েলের জন্য হুমকি বা আমাদের উপর আবারো আক্রমণ করবে না এমন শর্ত দেওয়া হবে তাদের উপর।”
প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের এমন পরিকল্পনার বিপরীতে ভিন্ন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ইসরাইলের বেশ কিছু মন্ত্রী। দেশটির উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছে, গাজ্জায় যুদ্ধ পরবর্তী সময়ে সেখানে হামাসের কোন স্থান থাকবে না। সেই সঙ্গে অবরুদ্ধ ছিট মহলে ইসরাইলি নাগরিকদের স্থানান্তরিত করা হবে এবং গাজ্জা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে তেল আবিব।
বিবৃতিতে, গাজ্জায় যুদ্ধের পরবর্তী ধাপ সম্পর্কে বেশ কিছু বর্ণনাও দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে হামাসের টানেল ধ্বংস করা, স্থল ও আকাশ পথে বোমা হামলা চালানো এবং বিশেষ বাহিনীর অভিযান।
সূত্র: আল জাজিরা