বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আরুরির রক্ত বৃথা যাবে না: হুঁশিয়ারি ইসমাইল হানিয়াহের

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরুরীর রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়াহ।

গুপ্তহত্যার পরপরই এক প্রতিক্রিয়ায় হানিয়া বলেন, “নিহত আরুরি ও তার সহকর্মীদের তাজা রক্ত গাজ্জা উপত্যকা ও পশ্চিম তীরের হাজার হাজার নিহতের রক্তের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই রক্ত কখনো বৃথা যাবে না।”

এর আগে, আরুরির হত্যাকাণ্ডকে ‘পরিপূর্ণ সন্ত্রাসবাদ ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করেছিলেন হানিয়া।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের ইসরাইলের অভ্যন্তরে ঢুকে আল আকসা ফ্লাড নামক অভিযানের মূল পরিকল্পনাকারী বলে অভিহিত করা হয়েছে আরুরীকে।

উল্লেখ্য, গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত হাঁসের কার্যালয় ড্রোন হামলা চালিয়ে শহীদ করা হয় আরুরীকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img