বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

হুথিদের দমাতে সৌদির কাছে মারণাস্ত্র বিক্রয়ের নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে আমেরিকা

ইয়েমেনের হুথিদের দমাতে সৌদি আরবের কাছে মারণাস্ত্র বিক্রয়ের নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে আমেরিকা।

নাম না প্রকাশের শর্তে সৌদি ও আমেরিকার দু’জন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

আমেরিকান সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মানবাধিকার ও যুদ্ধাপরাধ ইস্যুতে ২বছর আগে আরোপিত সৌদির কাছে ভারী অস্ত্রশস্ত্র বিক্রয়ের নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি কর্মকর্তারা বিগত কয়েক সপ্তাহ যাবত আমেরিকার আইনপ্রণেতাদের চাপ দিতে থাকেন। এজন্য তারা লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা বৃদ্ধি পাওয়াকে সামনে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই আমেরিকান কর্মকর্তার বলেন, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন সংলগ্ন সৌদির দক্ষিণ সীমান্তের নিরাপত্তা ও ভবিষ্যত সংঘাতে সৌদির আত্মরক্ষার বিষয়টি বিবেচনায় ভারী মারণাস্ত্র বিক্রয়ের নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মতি প্রকাশ করেছেন আমাদের আইনপ্রণেতাগণ। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হবে নাকি আংশিক তা এখনো চূড়ান্ত হয়নি। আমেরিকার স্বার্থ বিবেচনায় প্রেসিডেন্ট বাইডেন ও তার সরকার এই সিদ্ধান্ত থেকে যেকোনো মুহুর্তে সরে আসতে পারেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img