অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলায় মোট ১০০ জন সাংবাদিক নিহত হয়েছে।
গাজ্জায় সরকারি যোগাযোগ অধিদপ্তর থেকে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় মুহাম্মাদ আবু ওয়াইদিকে হত্যার মাধ্যমে নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। যার মধ্যে নারী ও পুরুষ রয়েছে।
উল্লেখ্য, ইসরাইলি বাহিনীর হামলার ফলে গাজ্জা উপত্যকার উপকূলবর্তী অঞ্চলের অর্ধেক বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেইসঙ্গে অবরুদ্ধ ছিটমহলের মধ্যেই প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুত হয়েছে। যার মধ্যেই খাদ্য ও পরিষ্কার পানির অভাব দেখা দিয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি