নতুন যুদ্ধবিরতি ইস্যুতে মিশর গেলেন বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।
বুধবার (২০ ডিসেম্বর) আলোচনার উদ্দেশ্যে মিশরে যান তিনি।
সংবাদমাধ্যমের তথ্যমতে, কোন কোন শর্তে হামাস যুদ্ধবিরতিতে যাবে, কাদের মুক্তি দিতে হবে মিশরে সেই আলোচনায় বসতে যাচ্ছে দলটির প্রধান।
এক সূত্রমতে, নতুন চুক্তির আওতায় গাজ্জায় আটক থাকা সকল যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার দাবী জানিয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যা প্রত্যাখ্যাত হয়।
এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের বক্তব্য থেকে জানা যায় যে , এটি একটি নিবিড় আলোচনা হতে যাচ্ছে। সিদ্ধান্তে পৌঁছতে কয়েকদিন সময় অতিবাহিত হতে পারে। কেননা হামাস কোনো ধরণের সাময়িক কিংবা অস্থায়ী মানবিক যুদ্ধবিরতিতে যাবে না বলে জানিয়ে দিয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি প্রকৃত সমাধান হতে পারে না। তাই তারা এর শেষ দেখতে চায়। তারা চায় স্থায়ীভাবে ইসরাইলী দখলদারিত্ব ও আগ্রাসনের অবসান ঘটুক।
বক্তব্যে, ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও এর প্রধান ইসমাইল হানিয়া সর্বদা মিশরের প্রচেষ্টার কদর করে বলে উল্লেখ করা হয়। মিশরের নতুন কোনো প্রস্তাব বা পরিকল্পনা আছে কি না সেটিও হানিয়ার মিশর সফরের অন্যতম কারণ।
অপরদিকে উর্ধ্বতন এক ইসরাইলী কর্মকতাকে নতুন মানবিক যুদ্ধবিরতি স্থায়ী চুক্তির রূপ নিবে কি না এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি তাদের পুরোনো বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, গাজ্জায় আটক সকল জিম্মিকে মুক্ত ও হামাসকে ধ্বংস করার মাধ্যমেই কেবল এই লড়াইয়ের ইতি ঘটাতে চায় ইসরাইল, যেমনটি আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, বিজয়ের মধ্যদিয়ে এই যুদ্ধ শেষ করবো আমরা।
উল্লেখ্য, মিত্রদের চাপের মুখে নতুন যুদ্ধবিরতির আলোচনায় যেতে বাধ্য হচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ‘ক্রিস্টমাস ডে’ কে কেন্দ্র করে অবৈধ রাষ্ট্রটির খ্রিস্টান মিত্ররাও অভাবনীয় চাপের মুখোমুখি হচ্ছেন। আমেরিকা ও ইউরোপের দেশগুলোর জনগণ ‘শাট ডাউন ফর প্যালেস্টাইন’ কে প্রতিপাদ্য বানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সিনেটররাও তাদের নিজ নিজ সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করছেন। ক্রিস্টমাস উপলক্ষে ফিলিস্তিনের শিশুদের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে তারা কি বার্তা দিতে চান এমন প্রশ্নও করা হচ্ছে সংসদে।
এছাড়া গত সপ্তাহে ইসরাইলের সবচেয়ে কাছের মিত্র আমেরিকা যারা তাদের অস্ত্র-গোলাবারুদ দিয়ে এবং বিভিন্ন উপায়ে সহায়তা করে যাচ্ছে, গাজ্জায় হামলাকে নির্বিচারে বোমা হামলা বলে আখ্যায়িত করেছে। এর অবসান ঘটানোর আহবান জানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর