ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাসের উপ প্রধান সালেহ আল আরুরি বলেছেন, দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে হামাস যোদ্ধারা ক্ষেপণাস্ত্র শক্তি চেয়ে নিজেদের মনোবল ও সংকল্পের উপর আস্থা রাখে বেশি।
মঙ্গলবার ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভির “ফেইস টু ফেইস” অনুষ্ঠানে একথা বলেন তিনি।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা কী কারণে ইসরাইলের ভেতরে দুঃসাহসিক অভিযান চালিয়েছে তার কারণও সালেহ আল-আরুরি এই অনুষ্ঠানে তুলে ধরেন।
তিনি বলেন, সবচেয়ে বড় কারণ হলো, হামাস যোদ্ধারা এমন একটি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে যা ন্যায্য এবং এজন্য এই জনগোষ্ঠী আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “হামাসের হাতে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ও টানেল সিস্টেম রয়েছে তার চেয়ে অনেক বড় বেশি শক্তি হচ্ছে এই দৃঢ় মনোবল। যখন আমাদের ইচ্ছা এবং প্রতিজ্ঞা রয়েছে, তখন কোনো কিছু আমাদেরকে পরাজিত করতে পারবে না।”
সালেহ আল-আরুরি সুস্পষ্টভাবে বলেন, ইহুদিবাদী ইসরাইল হামাসকে ধ্বংস করতে পারবে না, হামাসকে ধ্বংসের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে।
তিনি আরো বলেন, হামাস হচ্ছে ফিলিস্তিনি জনগণের অপরিহার্য অংশ। এই সংগঠন ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এবং এক্ষেত্রে তাদের ইচ্ছা ও অঙ্গীকারে কোন হেরফের হবে না।
হামাসের এ শীর্ষ নেতা বলেন, ৭ অক্টোবর তাদের যোদ্ধারা যে আল-আকসা তুফান নামে অভিযান চালিয়েছে সেটি ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সংগ্রামেরই অংশ। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদের অধিকার বঞ্চনা এবং সেখানকার জনগণের দুঃখ দুর্দশা ও নিপীড়নের কথা পরিষ্কার হয়েছে। গাজার জনগণকে উপেক্ষা করার কারণে যে আন্তর্জাতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটিও স্পষ্ট হয়েছে।
পার্সটুডে