বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইয়াহিয়া সিনওয়ারকে পেতে ৪ লাখ মার্কিন ডলারের ঘোষণা দিল ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের সম্পর্কে তথ্য প্রদান করলে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অবরুদ্ধ ছিট মহলের ফিলিস্তিনিদের উদ্দেশ্য করে আকাশ থেকে বিমানের মাধ্যমে এই বিষয়ে লিফলেট প্রদান করে দখলদার বাহিনী।

লিফলেটে দেখা যায়, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের তথ্য প্রদান করলে দেওয়া হবে ৪ লাখ মার্কিন ডলার। তাঁর ভাই মুহাম্মাদ সিনওয়ারের জন্য ৩ লাখ মার্কিন ডলার ও হামাসের সামরিক কমান্ডার মুহাম্মাদ আল-দেইফের জন্য ১ লাখ মার্কিন ডলার প্রদানের ঘোষণা করেছে ইসরাইলের সেনাবাহিনী।

উল্লেখ্য, এই লিফলেটটি ফিলিস্তিনের ২০০ সেকেলের নোটের মতো দেখতে হুবহু একটি কাগজের উপর ছাপানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিরা যেন কৌতূহলবশত এটি তুলে নেয় ও মনোযোগ সহকারে পড়ে সে কারণে এই পদ্ধতি অবলম্বন করছে ইসরাইলী বাহিনী।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img