ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকাকে সম্পূর্ণ দখল করা উচিত বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু।
ইসরাইলের জাতীয় রেডিও ‘কান’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রত্যেকে আজ এই ধারণা পোষণ করেছেন যে, ফিলিস্তিনিরা আবারও সেই কাণ্ড ঘটাতে পারে, যা ৭ অক্টোবর ঘটেছিল।
প্রসঙ্গত, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে যেন আর কোনো সফল অভিযান পরিচালনা না হতে পারে সেজন্য গাজ্জা উপত্যকার উপর ইসরাইল ‘নিরাপত্তা’ বজায় রাখবে বলে ইতিপূর্বে জানানো হয়েছে তেল আবিবের পক্ষ থেকে। সেই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজ্জা উপত্যকা পরিচালনার অনুমতি দেওয়া হবে না বলে দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু আরও বলেন, হামাস পরবর্তী দিন কীভাবে চলবে সে বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিব ভিন্নমত পোষণ করে।
সূত্র: মিডল ইস্ট মনিটর