ইনসাফ|মাহবুবুল মান্নান
কক্সবাজারের ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে আবনায়ে আজিজুল উলুম (প্রাক্তন ছাত্র) প্রীতি সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক সভার প্রথম দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এ প্রীতি সম্মেলনে ১৯৭৪ ইং (প্রতিষ্ঠাকাল) থেকে এ যাবৎ মাদ্রাসাটির অবদানে গড়ে উঠা বহু আলেমেদ্বীন, হাফেজে কুরআন, মুহাদ্দিস, ফকীহ্, দাঈ, সমাজসেবক, শিক্ষানুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এ সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ঢাকা দারুর রাশাদ মাদ্রাসার পরিচালক মাওলানা সালমান নদভী।
মাওলানা সালমান নদভী বলেন, নবপ্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোয় আলোকিত মানুষরূপে গড়ে তুলতে ইলমে নববীর শিক্ষাধারার বিকল্প নেই। আজিজুল উলুম মাদ্রাসা পবিত্র এ শিক্ষাধারার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এর ধারাবাহিকতা রক্ষায় মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিষ্ঠাপূর্ণ প্রয়াস চালিয়ে যেতে হবে। তিনি আবনায়ে আজিজুল উলুম প্রীতি সম্মেলন উপলক্ষে মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ “আল-আজিজ” এর মোড়ক উন্মোচন করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও কর্মদক্ষতা কাজে লাগাতে পারলে দেশ ও জাতি আরও সমৃদ্ধ হবে। এ ক্ষেত্রে আজিজুল উলুম মাদ্রাসার অবদান অত্যন্ত প্রশংসনীয়।
এতে হেদায়েতী আলোচক ছিলেন ঢাকা শাইখ যাকারিয়া রহ. ইসলামিক রিচার্স সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মাদ নাছির উদ্দিন।
এ সম্মেলনে পৃথক অধিবেশনে প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মাদ মোহছেন শরীফ, রুমখাঁ পালং আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিব্বুল্লাহ, মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হাফেজ আব্দুল জলিল, মাওলানা কারী নুরুল আমিন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুম মাদ্রাসার সভাপতি হাফেজ মুহাম্মাদ আবুল মঞ্জুর ও সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সহযোগী ও শিক্ষক মাওলানা হাবিবুল হক সিকদার, বর্তমান মুহাদ্দিস ও প্রাক্তন ছাত্র মাওলানা আব্দুল খালেক কাউছার, সাবেক শিক্ষক মাওলানা নুরুল হোসাইন, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল জলিল, মাষ্টার কামাল উদ্দিন, মাষ্টার মোঃ নাছির উদ্দিন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রামু কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তৈয়ব, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান।
সিনিয়র প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, দারিয়ারদীঘি মারকাযুল হুদা মাদ্রাসার পরিচালক মাওলানা কেফায়েত উল্লাহ, শিক্ষানুরাগী মাহফুজুর রহমান ছিদ্দিকী, রাজারকুল জামালুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মাওলানা আবু নাছের, সহ-সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী ও সহ-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক অলি উল্লাহ আরজু প্রমুখ।
প্রাক্তন ছাত্র পরিষদের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাফেজ লুৎফুর রহমান শাহেদ, মাওলানা আবুল হোসাইন, মাওলানা আলী হোসাইন, সহ-সভাপতি হাফেজ জাহেদ কলিম, হাফেজ ছৈয়দুল আমিন, সহ-সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মুহাম্মাদ আছেম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ দিদারুল আলম, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা হাফেজ শহীদুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাফেজ সাঈদ হোছাইন, দফতর সম্পাদক মাওলানা মুফতী ইয়াকুব হোছাইন, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা তাছলিম মুহাম্মাদ নাছিম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী দেলাওয়ার হোছাইন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান শামীম।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আনোয়ারুল হক রহ. ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদার রহ. এবং মরহুম শিক্ষকমণ্ডলীসহ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দু’আ করা হয়।