বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় নির্বিচারে বোমা হামলার জন্য সমর্থন হারাচ্ছে ইসরাইল: বাইডেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর নির্বিচারে বোমাবর্ষণের জন্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচনী তহবিল সংগ্রহের এক সভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন কথা বলেন। একই সঙ্গে তিনি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকারে পরিবর্তন আনার আহ্বান জানান।

বাইডেন বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সৃষ্টিকে ‘না বলতে’ পারে না ইসরাইল। গাজ্জায় নির্বিচার বোমা হামলার কারণে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও ইসরাইলের প্রতি সমর্থন কমতে পারে।

বাইডেন আরও বলেন, ইসরাইলের নিরাপত্তা আমেরিকার ওপর নির্ভর করতে পারে, কিন্তু এই মুহূর্তে এটি শুধুমাত্র আমেরিকার বিষয় নয়। এর সাথে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, ইউরোপ রয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশ রয়েছে। নির্বিচারে বোমা হামলার মাধ্যমে ইসরাইল সেই সমর্থন হারাতে শুরু করেছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img