চিকিৎসারত আহত ফিলিস্তিনিদের মৃত্যু নিশ্চিত করতে এবার উত্তর গাজ্জার কামাল আদওয়ান হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, প্রচুর সেনা সমাগম ঘটিয়ে বাইতে লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। অবরোধ ও গ্রেফতার অভিযানের ফলে সেবা নিতে আসা আহত ও রোগীদের ক্ষেত্রে দেখা দিয়েছে প্রবল মৃত্যুঝুঁকি।
মৃত্যুহার ও স্বাস্থ্যকর্মী গ্রেফতারের মাত্রা আরও বাড়ার এবং যেকোনও মুহুর্তে তাদের হত্যার আশঙ্কা প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয় যে, আমরা জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে আহবান জানাচ্ছি, তারা যেনো আহত ও স্বাস্থ্যকর্মীদের জীবন রক্ষায় দ্রুত কোনও পদক্ষেপ গ্রহণ করে। কেননা, হাসপাতালে বর্তমানে অসংখ্য আহত ফিলিস্তিনির পাশাপাশি হাজার হাজার বাস্তুচ্যুত লোকজনও অবস্থান করছে। তাদের সকলের জীবনই মৃত্যু হুমকির মুখে।
এছাড়া দক্ষিণ গাজ্জার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের আশেপাশে প্রচুর গুলি ও বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরাইলী সেনারা। ১৫ বছরের বেশি বয়সীদের আত্মসমর্পণের জন্য মাইকিং করা হচ্ছে। হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জোরপূর্বক অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কামাল আদওয়ান হাসপাতাল হলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলার মুখে টিকে থাকা উত্তর গাজ্জার একমাত্র হাসপাতাল। বিগত কয়েকদিন বিমান হামলা ও কামান দাগানোর মাধ্যমে এর অধিকাংশ ভবন ও চিকিৎসা সুবিধা ধ্বংস করে দেয় অবৈধ রাষ্ট্রটির সেনারা।
এছাড়া আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় ইসরাইল পরিচালিত গাজ্জায় গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাতবরণ করেছেন ১৮ হাজার ৪১২ জন ফিলিস্তিনি।
উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের ভয়াবহ নৃশংসতা ও বর্বরতার শিকার ৫০ হাজার ১০০ ফিলিস্তিনি। কেননা, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়ে গাজ্জার চিকিৎসা ও স্বাস্থ্যখাতের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। মেডিকেল, মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশে তারা সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। উন্নতমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশের ক্ষেত্রেও দিয়ে রাখা হয়েছে নিষেধাজ্ঞা।
সূত্র: আল জাজিরা