অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় আরো ৩ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১ জন অফিসার ও ২ জন সাধারণ সৈনিক ছিলেন, যারা ১৮৮ তম আর্মার্ড ব্রিগেডের ৫৩ তম ব্যাটালিয়নের সদস্য।
প্রসঙ্গত, এর আগে সোমবার, হামাসের হামলায় আরো ৫ সৈন্য নিহত হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী।
গত ২৭ অক্টোবরে গাজ্জায় স্থল অভিযানের পর থেকে এখন পর্যন্ত মৃত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে।
উল্লেখ্য, গাজ্জায় ফিলিস্তিনি জনগণের সর্বশেষ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৯ জনে। আহত হয়েছেন ৪২ হাজারেরও বেশি।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি