বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

দলীয় প্রধানের পদও ছাড়লেন ইমরান খান; তেহরিকে ইনসাফের নতুন চেয়ারম্যান গহর খান

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান।

১৯৯৬ সালে তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনীর সাথে বিরোধের কারণে বর্তমানে কারাগারে থাকতে হচ্ছে তাকে। এঅবস্থায় নির্বাচন কমিশনের চাপে দলের নতুন চেয়ারম্যান নিয়োগ করার সিদ্ধান্ত নেন ইমরান খান।

এজন্য তিনি বেছে নেন নিজের বিশ্বস্ত ব্যারিস্টার গহর আলী খানকে। ইমরান খানের ইচ্ছায় ব্যারিস্টার গহর আলী খানকে নির্বাচিত করেন তার দলের নেতারা।

শনিবার তেহরিকে ইনসাফের নির্বাচন পরিচালনাকারী বোর্ডের প্রধান নিয়াজুল্লাহ নিয়াজি নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। ঘোষণায় নিয়াজি জানান, নতুন চেয়ারম্যানের পাশাপাশি দলের কেন্দ্রীয় মহাসচিব পদে কোন পরিবর্তন আসেনি। ওমার আইয়ুব মহাসচিব পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন। এছাড়াও আলী আমিন গান্ডাপুরকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সভাপতি করা হয়েছে। কারাবন্দী সিনিয়র নেত্রী ডাক্তার ইয়াসিম রাশেদ পাঞ্জাব প্রদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন। সিন্ধ প্রদেশের সভাপতি করা হয়েছে হালিম আদিল শেখকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img