গত ২৪ ঘণ্টায় দখলকৃত পশ্চিম তীরে ৪ জন ফিলিস্তিনি কিশোরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। তাদের বর্বরতা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, এসব কিশোরদের উদ্ধারে অ্যাম্বুলেন্স আসলে তাও অবরুদ্ধ করে রাখা হয়। ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফিলিস্তিনের এ চার কিশোর।
শিশুদের প্রতিরক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থা ‘ডিসিআইপি’ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটির মতে, নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী আহমেদ মুহাম্মাদ হামেদ আবু আল-হাইজা, ১৭ বছর বয়সী মাহমুদ খালেদ মাহমুদ আবু আল-হাইজা, ১৪ বছর বয়সী আম্মার মোহাম্মদ ফয়সাল আবু আল-ওয়াফা ও ১৫ বছর বয়সী মুহাম্মাদ রিয়াদ ফাথি সালেহ ফারহান রয়েছে।
ডিসিআইপি জানায়, শনিবার বিকেলে খালেদ মাহমুদ তার নিজস্ব বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একজন ইসরাইলি স্নাইপার তার পেট লক্ষ্য করে গুলি চালায়। ফলে গুরুতর আহত হয় এই কিশোর। দ্রুত হাসপাতালে ফোন করে এম্বুলেন্সের জন্য খবর পাঠান তার পিতা। সঙ্গে সঙ্গে মাহমুদের বাসার সামনে অ্যাম্বুলেন্স এসে পৌঁছালেও তা ৪০ মিনিটের জন্য অবরুদ্ধ করে রাখে দখলের বাহিনী। এরপর মাহমুদকে হাসপাতালে নিলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ডিসিআইপি আরো জানায়, ২৫ নভেম্বর স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে জেনিন শরণার্থী শিবিরে একদল বন্ধুদের সাথে দাঁড়িয়ে ছিলেন ১৪ বছর বয়সী কিশোর মুহাম্মাদ ফয়সাল। হঠাৎ করেই তার পেট লক্ষ্য করে গুলি চালায় এক ইসরাইলি স্নাইপার। তাকে দ্রুত হাসপাতালে নেন তার পিতা। তবে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই মৃত্যুবরণ করে এ ফিলিস্তিনি কিশোর।
ডিসিআইপি জানায়, ১৬ বছর বয়সী মুহাম্মাদ হামেদ তার হাতে থাকা মুঠোফোন দিয়ে দখলদার ইসরাইলি বাহিনীর অভিযান ভিডিও করছিলেন। এসময় সাঁজোয়া যানের ভেতর থেকে হামেদ ও তার সাথে থাকা সঙ্গীদের লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। ফলে হামিদ নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
এছাড়াও পশ্চিম তীরের মধ্যাঞ্চলীয় শহর রামাল্লার কাছে ১৫ বছর বয়সী মুহাম্মাদ রিয়াদ ফাথি সালেহ ফারহানের পেট লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। তাকে উদ্ধারে ছুটে আসে রামাল্লার ফিলিস্তিন মেডিকেল কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স। তবে এই অ্যাম্বুলেন্সটিকে ৪৫ মিনিটের জন্য দাড় করিয়ে রাখে দখলদার বাহিনী। যদিও এক পর্যায়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, তবে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ফিলিস্তিনি এ কিশোর।
ডিসিআইপি- এর জবাবদিহিতা কর্মসূচির প্রধান আয়েদ আবু ইকতাইশ বলেন, গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাথে যুদ্ধ বিরতি চললেও দখলকৃত পশ্চিম তীরে শিশুদের লক্ষ্য করে হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।”
সূত্র:মিডল ইস্ট মনিটর