বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

২দিন বৃদ্ধি পেলো গাজ্জার মানবিক যুদ্ধবিরতি

২দিন বৃদ্ধি পেলো দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার মানবিক যুদ্ধবিরতি। সোমবার (২৭ নভেম্বর) কাতারের মধ্যস্থতায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ আরো ২দিন বাড়াতে সম্মত হয় ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমরা ঘোষণা করছি যে, গাজ্জায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ আরো ২দিন বাড়ানোর চুক্তি সম্পাদিত হয়েছে।

ফিলিস্তিন স্বাধীনতাকামীদের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এবিষয়ে বলা হয়, মানবিক যুদ্ধবিরতির মেয়াদ আরো ২দিন বাড়াতে কাতার ও মিশরীয় সহোদরদের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে, পূর্বের শর্ত অনুযায়ী তাতে আমরা সম্মত হয়েছি।

অপরদিকে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, দৈনিক ১০ জন জিম্মির মুক্তি সাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ ২দিন বাড়ানোর চুক্তি সম্পাদিত হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ নভেম্বর) হামাসের ৭টি শর্তের সবগুলোই মেনে নিয়ে ৪দিনের মানবিক যুদ্ধবিরতিতে গিয়েছিলো আমেরিকা ও পশ্চিমাদের সরাসরি সমর্থন পাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

হামাসের ৭টি শর্তে যা উল্লেখ ছিলো তা হলো –

১. এটি উভয় পক্ষের সম্মতিতে সম্পাদিত একটি যুদ্ধবিরতি চুক্তি ও ৪দিনের জন্য গাজ্জার যেকোনো অংশে ইহুদিবাদী দখলদার সেনাদের সামরিক কর্মকাণ্ডের সমাপ্তি।

২. যুদ্ধবিরতির সময়কালে ইহুদিবাদী দখলদারেরা গাজ্জা উপত্যকার যেকোনো অংশে কাউকে আক্রমণ ও গ্রেফতার না করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ থাকবে।

৩. সালাহউদ্দিন আইয়ুবী সড়ক দিয়ে গাজ্জার উত্তর থেকে হোক কিংবা দক্ষিণ থেকে সকলের অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে।

৪. যুদ্ধবিরতির পুরো সময়ে দিনে ৬ ঘন্টা করে দক্ষিণ ও উত্তরাংশে বিমান চলাচল বন্ধ রাখতে হবে।

৫. ইসরাইলী কারাগারে বন্দী ১৫০ ফিলিস্তিনি নারী-শিশুর বিপরীতে আমাদের হাতে আটক থাকা ৫০জনকে মুক্তি দেওয়া হবে।

৬. গাজ্জার সর্বত্র ত্রাণ, মেডিকেল,চিকিৎসা ও জ্বালানি ও মানবিক সহায়তার শত শত ট্রাক প্রবেশ নিশ্চিত করতে হবে।

৭. গাজ্জায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক যানের অনুপ্রবেশ ও সংখ্যা বৃদ্ধি থেকে বিরত থাকতে হবে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img