বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

উদযাপন করলেই আবারো গ্রেফতার করা হবে সদ্য মুক্তি প্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের

গাজ্জা উপত্যকায় গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে যুদ্ধ বিরতি চুক্তি। যার ফলে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া শুরু করেছেন ফিলিস্তিনি বন্দিরা। তবে এমন পরাজয় যেন মেনে নিতে পারছেনা ইসরাইলি কতৃপক্ষ। তাইতো সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দিদের ঘিরে যে কোন উদযাপন নিষিদ্ধ করেছে দখলদার কতৃপক্ষ। শুধু তাই নয়, আনন্দ উদযাপন করলে এসব বন্দিদের পুনরায় গ্রেফতার করা হবে বলেও হুমকি দিয়েছে পুলিশ বাহিনী।

সাংবাদিকদের এমনটি জানিয়েছেন ইসরাইলি কারাগার থেকে শনিবার রাতে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারী শোরুক দ্বয়াৎ।

তিনি বলেন, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি একদিকে যেমন ‘ব্যাপক আনন্দের’ ঠিক তেমনি ‘বেদনাদায়ক’ও বটে। কারণ গাজ্জা উপত্যকায় ইসরাইলি বিমানবাহিনীর বোমাবর্ষণের ফলে হাজার হাজার ফিলিস্তিনিদের মৃত্যু ঘটেছে।

শোরুক দ্বয়াৎ আরো বলেন, “আমরা গাজ্জার শহীদদের জন্য প্রার্থনা করি ও আশা করি এই যুদ্ধ খুব শীঘ্রই বন্ধ হবে।”

প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তির শর্তসমূহ এক প্রকার মেনে নিতে বাধ্য করা হয়েছিল দখলদার ইসরাইলকে বলে দাবি জানিয়েছিল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আর এই যুদ্ধ বিরতির বিষয়টিকে হামাসের জন্য একটি বড় বিজয় বলে অভিহিত করেছিলেন জর্দানের সাবেক প্রধানমন্ত্রী।

সূত্র: মিডল ইস্ট আই

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img