বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় মার্কিন মদদে বর্বরতা চালাচ্ছে ইসরাইল : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আমেরিকার মদদে অভিশপ্ত ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বর বাহিনী প্রায় দেড় মাস ধরে গাজ্জা উপত্যকায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। হাজার হাজার নারী, শিশু ও পুরুষকে হত্যা করেছে।

শনিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে চলমান বিশ্ব পরিস্থিতি বিশেষ করে গাজ্জা উপত্যকায় ইসরাইলের বর্বরতা প্রসঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, গাজ্জা ইস্যুতে বিশ্বের মুসলমানরা প্রতিবাদে ফেটে পরলেও আমেরিকা ইসরাইলকে মদদ দিয়েই যাচ্ছে। ফিলিস্তিনে ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘসহ ওআইসিকে যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, তা তারা নিতে ব্যর্থ হয়েছে।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, ইসরাইল একটি অভিশপ্ত ও অবৈধ জারজ রাষ্ট্র। বিশ্বে অশান্তি সৃষ্টির পেছনে ইসরাইলের হাত রয়েছে। ইসরাইল বিশ্বের জন্য বিষফোঁড়া। কোনো মুসলিম দেশ এর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। গাজ্জাবাসীর পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অনতিবিলম্বে গাজ্জায় হামলা বন্ধ করতে হবে। তিনি এ ব্যাপারে মুসলিম দেশগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img