ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে তার লক্ষ্য অর্জন করতে পারেনি।
বুধবার (২২ নভেম্বর) কয়েকটি টেলিভিশন ও পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরাইল না গাজ্জা দখল করতে পেরেছে, না সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে সমর্থ হয়েছে। গাজ্জা উপত্যকায় ইহুদীবাদী ইসরাইল যা করেছে তাতে পরিষ্কার দেখা যায় যে, ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে তারা আরও বেপরোয়াভাবে প্রত্যয় যোগ্য চালিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে সেটি তাদের আত্মরক্ষার বৈধ অধিকার এবং ইহুদিবাদীদের অব্যাহত নিপীড়ন ও হত্যাযজ্ঞের কারণেই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এই অভিযান চালাতে বাধ্য হয়েছে। যে জাতির ঘরবাড়ি প্রতিমুহূর্তে ধ্বংস করে দেওয়া হয়, যাদের ফসলের ক্ষেত বিনষ্ট করা হয়, যাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনকে বন্দী করা হয় এবং যে জাতিকে প্রতিমুহূর্তে হত্যাকাণ্ডের মুখে রাখা হয় তাদের জন্য এমন আত্মরক্ষার অধিকার সম্পূর্ণভাবে বৈধ।
ইসরাইল গত দেড় মাসের বর্বরতার মধ্য দিয়ে যে নারী ও শিশু হত্যা করেছে তা বিজয়ের কোনও ইঙ্গিত বহন করে না বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: পার্সটুডে