বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসলামি জিহাদ ও হামাস নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ৪৬ দিনের হামলা ও নির্বিচারে গণহত্যার মধ্যে দিয়ে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পর, লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আবদুল্লাহিয়ান।

হামাসের পক্ষ থেকে সংগঠনটির ডেপুটি চিফ খলিল আল হাইয়া ও ইসলামিক জিহাদের পক্ষ থেকে সেক্রেটারি-জেনারেল জিয়াদ নাখালেহ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৬ সপ্তাহ ধরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো যেভাবে হামাসের বিরুদ্ধে লড়াই করেছে তাতে এটি প্রমাণিত হয়েছে “সময় ইসরাইলের পক্ষে নেই।”

হামাসকে গাজ্জা উপত্যকা থেকে নির্মূল করার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, গাজ্জা ও ফিলিস্তিনের ভবিষ্যৎ তারা নিজেরাই নির্ধারণ করবে।

প্রসঙ্গত, ফিলিস্তিনিদের অধিকার পুনরুদ্ধার ও মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে কিভাবে সর্বোচ্চ নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেছেন আমির আবদুল্লাহিয়ান।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img