বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আজ গাজ্জায় ইসরাইলি আক্রমণে ১০০’র বেশি ফিলিস্তিনির মৃত্যু

আজ বুধবার (২২ নভেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর আগ্রাসনে ১০০’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গত মধ্যরাতের পর গাজ্জার কেন্দ্রস্থলের কয়েকটি বাড়িতে ইসরাইলি বিমান থেকে হামলা চালানো হয়। এতে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক শহীদ হয়। এছাড়া সেখানে ধ্বংস্তুপের নিচে অনেকে আটকে আছে।

গাজ্জা উপত্যকার সুজাইয়া এলাকার ১০টি বাড়িতে ইহুদিবাদীদের বর্বর হামলায় ৩০ জনের বেশি শহীদ হয়েছে। আজ খুব ভোরে এই হামলা চালানো হয়। এছাড়া গাজ্জা সিটির শেখ রেজওয়ান এলাকায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়।

আজ সকালে গাজ্জার নুসাইরাত শরণার্থী শিবিরেও ইসরাইলের বোমাবর্ষণে কয়েক ডজন মানুষ শহীদ হয়। ইন্দোনেশিয়া হাসপাতাল ও কামাল আজওয়ান হাসপাতাল এলাকাতেও হামলা চালায় ইহুদিবাদীরা।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img