গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় জাতিসংঘের শতাধিক কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ’র প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানায়।
সংস্থাটির রিপোর্টে জানানো হয়, গত ৭ অক্টোবরের পর গাজ্জায় মৃত্যু হয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০৮ জনের। বেশিরভাগ কর্মী প্রাণ হারিয়েছে স্বপরিবারে।
ইউএনআরডাব্লিউএ’র প্রধান ফিলিপ লাজ্জারিনি জানান, ইসরাইলের হামলার শিকার হয়েছে তাদের প্রায় ৬৭টি ক্যাম্প। এগুলোর বেশিরভাগের অবস্থান গাজ্জার মধ্য ও দক্ষিণাঞ্চলে।
তিনি আরও বলেন, জাতিসংঘের পতাকার নিচে থাকলেও কেউ নিরাপদ নয় গাজ্জায়।
সর্বশেষ গত মঙ্গলবার ইসরাইলের হামলায় নিহত হন ডব্লিউএইচও’র এক কর্মী।