বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

হঠাৎ কেন হামাসের নিন্দায় বাহরাইনের ক্রাউন প্রিন্স

ফিলিস্তিনিদের ওপর অত্যাচার ও আল আকসার সম্মান রক্ষার্থে, গত ৭ অক্টোবর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরে ঢুকে আক্রমণ পরিচালনা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে এ আক্রমণকে ‘বর্বর’ বলে উল্লেখ করে তার কঠোর নিন্দা জানিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা।

শুক্রবার (১৭ নভেম্বর) বাহরাইনের নিরাপত্তা সম্মেলনে এ নিন্দা জানান তিনি।

তিনি বলেন, “গত ৭ই অক্টোবরের হামলা ছিল বর্বর। তাই আমি দ্ব্যর্থহীনভাবে হামাসের এ হামলার নিন্দা জানাই।”

এছাড়াও তিনি ইসরাইল ও হামাসের মধ্যে বন্দী বিনিময়ের মাধ্যমেই এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথাও উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে, ইসরাইলের সাথে ‘তাৎক্ষণিক’ বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত হামাস বলে জানিয়েছিলেন স্বাধীনতাকামী সংগঠনটির অন্যতম নেতা ইয়াহিয়া সিনওয়ার। তিনি আরো জানান, এতে তেল আবিবের সম্মতি ছিল না তখন।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তথাকথিত ‘আব্রাহাম চুক্তির’ মাধ্যমে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। তখন তাদের এমন কর্মকাণ্ডকে ‘পিছন থেকে ছুরিকাঘাত’ বলে আখ্যা দিয়েছিলেন ফিলিস্তিনিরা।

সূত্র: প্রেস টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img