বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে তিন দলকে আমেরিকার চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মতবিরোধ মেটাতে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধান তিন দলকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কাছে ওই চিঠি পৌঁছে দিচ্ছেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত হাস।

চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সহিংসতা পরিহার করে সংযমী হতে সব পক্ষকে আহ্বান এবং কোনো শর্ত ছাড়া সংলাপে বসতে সব পক্ষকে আহ্বান জানানো হয় চিঠিতে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের প্রতি আনুকূল্য দেখায় না জানিয়ে।

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের ওপর আমরা থ্রি-সি ভিসা নীতি সমভাবে প্রয়োগ অব্যাহত রাখব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img