বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে চট্টগ্রামে যুব মজলিসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাহবুবুল মান্নান


বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেম ওলামার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

শুক্রবার (১০নভেম্বর) চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে সংগঠনের চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ এর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ সোহাইল।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস উত্তর জেলা সভাপতি, মাওলানা শরিফুল্লাহ,যুব মজলিস দক্ষিণ জেলার সভাপতি,ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আয়াজ মাহমুদ, খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলার সভাপতি মুহাম্মদ আবু সুফিয়ান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, তফসিল ঘোষণার পূর্বেই মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তি দিতে হবে, অন্যথায় সকল মজলুম ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের মুক্তি করে ছাড়বে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিতে হবে।

মিছিলটি আন্দরকিল্লা থেকে চেরাগি পাহাড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে সমাপ্ত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img