ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফা হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে অনেক মানুষ আহত ও নিহত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স শুক্রবার (১০ নভেম্বর) এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, আহত মানুষ ছটফট করছেন। আর প্রাণ হারানো মানুষগুলোর নিথর দেহ পড়ে আছে।
গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর আল-শিফা হাসপাতালে নারী, শিশু ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ আশ্রয় নেন।
রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন, ইসরাইলী সেনারা যেখানে হামলা চালিয়েছে সেটি হাসপাতালের একটি বহিঃর্বিভাগ। আশ্রয় নেওয়া মানুষ সেখানে রাতের বেলা ঘুমাতেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাজ্জার আল-শিফা হাসপাতালকে এখন চারদিক দিয়ে ঘিরে রেখেছে ইসরাইলি সেনারা। হাসপাতাল থেকে মাত্র ২৫০ মিটার দূরে অবস্থান করছে তারা।
শুধু আল-শিফা নয়; গাজ্জায় বড় যতগুলো হাসপাতাল রয়েছে সেগুলোর সবগুলোই এখন ঘিরে ধরছে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের দাবি, হাসপাতালের আশপাশে এবং নিচে হামাসের সামরিক ঘাঁটি রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজ্জা সিটির আল-রানতিসি হাসপাতালকে ইতিমধ্যে ঘিরে ফেলেছে ইসরাইলি সেনারা।
স্থানীয় এক সাংবাদিকের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আল-রানতিসি হাসপাতালের গেটে অবস্থান নিয়েছে ইসরাইলের ট্যাংক। ওই সময় সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল।
সূত্র: রয়টার্স, আল জাজিরা