আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। তাদের সাথে কোন ধরনের সংলাপের সুযোগ নেই।
রোববার (৫ই নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সংলাপের পার্ট শেষ, বিএনপি যা করেছে তাতে সংলাপের পরিবেশ নেই। সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপ করবে না আওয়ামী লীগ।
তিনি বলেন, বিএনপি আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।
তিনি বলেন, পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের ওপর আক্রমণ। হেলপার মারা, হাসপাতালে হামলা, এসব দায় মির্জা ফখরুলসহ কেউ কী এড়াতে পারে? যদি বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারে না। নেতাদের নির্দেশে এসব অপকর্ম হয়েছে।