মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর দুইটা ৪০ মিনিটের দিকে তিনি আগারগাঁও স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে ও সবুজ ফিতা কেটে মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করেন।
এদিকে আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে আগারগাঁও-মতিঝিল অংশটি যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওইদিন থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলবে স্বপ্নের এ উড়াল ট্রেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ এম এন এ সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী শনিবার এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। এ লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে।