বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জার আকাশে উড়ছে মার্কিন ড্রোন

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি জিম্মিদের খোঁজে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ড্রোন মোতায়েন করেছে আমেরিকা। এসব ড্রোন এক সপ্তাহের বেশি সময় ধরে গাজ্জার আকাশে উড়ছে।

শুক্রবার (৩ নভেম্বর) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেন, জিম্মিদের অবস্থান শনাক্তে সহায়তা করার জন্য গাজ্জার আকাশে গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরেক কর্মকর্তা বলেছেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে এসব ড্রোন গাজ্জার আকাশে উড়ছে।

গত ৭ অক্টোবর গাজ্জা থেকে ইসরাইলে নজিরবিহীন হামলা চালিয়ে ১৪০০ ইসরাইলী হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরাইলী ও বিদেশি নাগরিককে আটক করে হামাস। হামাসের এ হামলার পর থেকে ইসরাইলে অবস্থানরত ১০ মার্কিন নাগরিকের কোনো খোঁজ মিলছে না।

আমেরিকার কর্মকর্তারা ধারণা করছেন, এসব মার্কিন নাগরিককে হামাস ধরে নিয়ে গেছে এবং গাজাজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন টানেলে তাদের রাখা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img