ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় উপত্যকায় “স্থায়ী” যুদ্ধবিরতির আহ্বান জানানোর কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক একজন মন্ত্রীর সহকারীকে বরখাস্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ওই কর্মকর্তা মন্ত্রিসভার “সম্মিলিত দায়বদ্ধতার” নিয়ম লঙ্ঘন করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টের রক্ষণশীল দলের সদস্য পল ব্রিস্টো সোমবার প্রধানমন্ত্রী ঋষি সুনাককে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে একটি চিঠি লিখেছেন। এরপর পল ব্রিস্টোকে পদত্যাগের জন্য বলা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ওই কর্মকর্তার চিঠি সরকারের ‘সম্মিলিত দায়বদ্ধতা’র সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
পল ব্রিস্টো লেখা দুই পৃষ্ঠার চিঠিতে তিনি প্রধানমন্ত্রী সুনাককে উদ্দেশ করে বলেন, গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতি হলে মানুষের জীবন বাঁচানো যাবে এবং সেখানে মানবিক ত্রাণ পাঠানো যাবে যা এই মুহূর্তে খুব বেশি জরুরি।
গত ৭ অক্টোবর গাজ্জার প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর থেকে দখলদার বাহিনী নির্বিচারে গাজ্জার বেসামরিক ও নিরপরাধ লোকজনের ওপর গণহত্যা চালিয়ে আসছে। ইসরাইলের এই বর্বরতার প্রতি প্রকাশ্য সমর্থন দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সূত্র : পার্সটুডে