বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় জাতিসংঘের যুদ্ধবিরতির আহবান প্রত্যাখ্যান করল ইসরাইল

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজ্জা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব গৃহীত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

শনিবার (২৮ অক্টোবর) অবৈধ রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্স বার্তায় তিনি বলেন, “যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে যে ঘৃণ্য প্রস্তাব গৃহীত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।”

তিনি আরো বলেন, “পৃথিবী যেভাবে নাৎসি ও দায়েসকে নির্মূল করেছে, ঠিক একইভাবে হামাসকেও নির্মূল করতে চায় ইসরাইল।”

গত শুক্রবার, তুরস্ক, ফিলিস্তিন, মিশর, জর্দান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় ৫০ টি দেশ থেকে উত্থাপিত এ প্রস্তাবের বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ১২০ টি দেশ এ প্রস্তাবের পক্ষে ও ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। একই সময়ে ভোট দেওয়া থেকে বিরত ছিল ৪৫টি দেশ।

উল্লেখ্য, গাজ্জা উপত্যকায় সহিংসতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এ খসড়া প্রস্তাবটিতে। এছাড়াও নিরীহ ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি সকল পক্ষকে অবিলম্বে আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দেওয়া হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img