দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামাস-ইসরাইল যুদ্ধে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় দখলদার ইসরাইলের নির্বিচার বোমা হামলায় এখন পর্যন্ত শহীদ হয়েছে ৫ হাজার ৮৭ ফিলিস্তিনি। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরাইলী বিমান হামলায় শহীদ ৪০০ জনের বেশি ফিলিস্তিনিও রয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা কমপক্ষে ৫ হাজার ৮৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ২ হাজার ৫৫ জন শিশু ও এক হাজার ১১৯ জন শিশু রয়েছে।
এছাড়া ইসরায়েলের হামলায় গাজ্জায় ১২টি হাসপাতাল ও ৩২টি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে পড়েছে। এসব চিকিৎসাকেন্দ্রে জ্বালানির তীব্র ঘাটতি রয়েছে। পাশাপাশি ইসরায়েলি বিমান হামলায় ধসে যাওয়া শত শত ভবনের ধ্বংসাবশেষের নিচে ৮৩০ শিশুসহ প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনীর নির্বিচার বোমা হামলায় ৫৭ চিকিৎসক শহীদ ও আরও ১০০ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১৮২ শিশুসহ ৪৩৬ জন মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর গাজ্জায়একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি।
সূত্র: আলজাজিরা