বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

হামাস-ইসরাইল যুদ্ধে কি হিজবুল্লাহ যোগ দিয়েছে; যা বলছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী

হামাস-ইসরাইল চলমান যুদ্ধে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুধু তাই নয়, এ যুদ্ধে অংশগ্রহণের জন্য সংগঠনটিকে ‘ভারি মূল্য’ পরিশোধ করতে হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২১ অক্টোবর) লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “হিজবুল্লাহ এই যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই একটি ভারী মূল্য দিতে হচ্ছে তাদের।”

তিনি আরো বলেন, “আমাদের অবশ্যই যে কোন পরিস্থিতি মোকাবেলায় সতর্কতার সাথে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।”

এছাড়াও তিনি গাজ্জায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার দিনটিকে হামাসের চূড়ান্ত বিলুপ্তি শুরু হওয়ার দিন হিসেবে স্মরণ করা হবে বলে জানান।

গ্যালান্ট বলেন, “আমরা যুদ্ধের মধ্যে আছি যার কোন বিকল্প নেই। প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও কাজ করব এবং এই যুদ্ধে আমরাই জয়ী হবো।”

এর আগে এক বক্তব্যে হিজবুল্লাহকে হামাসের চেয়েও দশগুণ শক্তিশালী বলে উল্লেখ করেছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গত দুই সপ্তাহে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ১৩ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।

উল্লেখ্য; গত ৭ অক্টোবর থেকে গাজ্জা উপত্যকায় বর্বর ইসরাইলি বাহিনীর আক্রমণ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানের ৪ হাজার ৩৮৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়াও বাস্তবত হয়েছে প্রায় এক দশমিক চার মিলিয়ন ফিলিস্তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img