বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আমেরিকায় ইসরাইল বিরোধী বিক্ষোভে ইহুদিরা; গ্রেফতার ৫০০

গাজ্জায় চলমান ইসরাইলী হামলার বিরোধিতা করায় আমেরিকায় ৫০০ ইহুদিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দখলদার ইসরাইল বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছিল, আমেরিকা বসবাসকারী ইহুদিদের সংগঠন “জিউইশ ভয়েস ফর পিস” এর আয়োজন করে।

গণমাধ্যমটি জানিয়েছে, গাজ্জায় অনবরত হামলার বিরুদ্ধে গত বুধবার মার্কিন কংগ্রেসের সামনে এক বিক্ষোভ আয়োজন করে আমেরিকায় বসবাসকারী ইহুদিরা। তাদের পরনে ছিল যুদ্ধ বিরোধী টিশার্ট, যেখানে লেখা “নট ইন আওয়ার নেম” (আমাদের নামে নয়)।

মার্কিন কংগ্রেস ভবনের লবির মেঝেতে বসে পড়েন সংগঠনের শত শত সদস্য। হাতে ছিল যুদ্ধবিরতি লেখা সম্বলিত ব্যানার। তাদের দাবি, গাজ্জায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী হামলা বন্ধ করতে হবে।

জিউইশ ভয়েস ফর পিস জানায়, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে যুদ্ধবিরোধী এক মিছিলে অংশ নিয়েছেন ১০ হাজার ইহুদি। আমরা কংগ্রেসে বসে আন্দোলন করেছি যেন আমেরিকা ফিলিস্তিনিদের ওপর চলা ইসরাইলী নিপীড়নের দিকে দৃষ্টি দেয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img