ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় একটি গ্রীক অর্থোডক্স খ্রিস্টানদের গির্জায় বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এই হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আরও কয়েক ডজন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরাইলি হামলার শিকার এই গির্জাটি গাজ্জার সবচেয়ে পুরোনো এবং কয়েক শতাব্দী আগে নির্মিত। এদিকে ইসরাইল গাজ্জায় গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি চার্চ কমিটি।
শুক্রবার (২০ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরা বলছে, গাজায় একটি গ্রীক অর্থোডক্স গির্জায় ইসরাইলি বোমাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে এবং হামলায় আরও কয়েক ডজন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজ্জার আল-জায়তুন এলাকায় সেন্ট পোরফিরিয়াস চার্চে হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ওয়াফা বলছে, নিহত ও আহতের সংখ্যা এখনও বাড়তে পারে।
এদিকে ঘটনাস্থলে থাকা সূত্রের উদ্ধৃতি দিয়ে ফিলিস্তিনি এই নিউজ এজেন্সি বলেছে, বোমা হামলার ফলে চার্চ স্টুয়ার্ডস কাউন্সিলের ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। সেই ভবনে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার – তাদের মধ্যে খ্রিস্টান এবং মুসলিম উভয়ই ছিল – ইসরাইলি বোমাবর্ষণের মধ্যে গির্জায় আশ্রয় নিয়েছিল।
এদিকে ইসরায়েল গাজ্জায় গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি খ্রিস্টানদের চার্চ কমিটি। ফিলিস্তিনের হাইয়ার কমিটি ফর চার্চ অ্যাফেয়ার্স-এর প্রধান বলেছেন, গাজায় গ্রীক অর্থোডক্স চার্চের ওপর ইসরাইলের বোমাবর্ষণের মতো কাণ্ড ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করার ইসরাইলি অভিপ্রায়কেই তুলে ধরছে।