মাহবুবুল মান্নান
দখলদার ইসরাইলের আগ্রাসানের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহবানে চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের উত্তর গেইটে সংহতি সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
হেফাজতের কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ সফল করতে তৌহিদী জনতাকে আহবান জানিয়েছেন।
বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।