আবারো গাজ্জা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি কর্মকর্তারা।
স্থানীয় রেডিওতে প্রচার হওয়া সতর্কবার্তায় নতুন করে গাজ্জার আরো এলাকা ফাকা করে দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী গাজ্জার উত্তর অঞ্চলে বসবাসরত নাগরিকদের দক্ষিণ দিকের খান ইউনুস গভর্নেটের পশ্চিমে অবস্থিত আল মাওয়ারিসা এলাকায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
যদিও গাজ্জার বাসিন্দারা জানিয়েছেন, এখানের কোন অঞ্চল ইসরাইলি দখলদার বাহিনীর হাত থেকে নিরাপদ নয় ।
গাজ্জা শহরের বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে যারা দক্ষিণ দিকে চলে গিয়েছিল তারা এখন সেখান থেকে ফিরে আসতে চায়। কারণ তারা এটি বুঝতে সক্ষম হয়েছে যে এই উপত্যকার কোনো অংশই বর্তমানে নিরাপদ নয়। তাই তারা অন্য কোথাও নয় বরং তাদের বাড়িতে বসেই শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছে।
উল্লেখ্য, গত সপ্তাহেও বাসিন্দাদের সরে যাওয়ার এমন নির্দেশনা জারি করেছিল দখলদার ইসরাইল। এমন নির্দেশনা পেয়ে বাসিন্দারা উত্তর থেকে দক্ষিণে স্থানান্তরিত হওয়া শুরু করে। কিন্তু হঠাৎ করেই এসব বাসিন্দাদের উপর বিমান হামলা শুরু করে বর্বর ইসরাইলি বাহিনী। তার ফলে অন্তত ৭০ জন ফিলিস্তিনি শহীদ হয়।
সূত্র: আল জাজিরা