রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

সালাম দেওয়ায় নারীকে গ্রেফতার করল ফরাসি পুলিশ

চলতি সপ্তাহে ইসলামি প্রথা অনুযায়ী কয়েকজন নির্মাণ শ্রমিককে সালাম প্রদান করায় এক নারীকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অজ্ঞাত এই মহিলা কয়েকজন নির্মাণ শ্রমিককে ইসলামি প্রথা অনুযায়ী আরবি ভাষায় সালাম প্রদান করেন। যার অর্থ ‘আপনার উপর শান্তি বর্ষিত হোক।’ তবে এ বিষয়টি ভালভাবে গ্রহণ করেনি ওই নারীর আশেপাশে থাকা প্রতিবেশীরা।

প্রতিবেশীদের একটি অংশ এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। যার ফলে ওই নারীকে সাময়িকভাবে আটক করেছিল ফরাসি পুলিশ। বর্তমানে তিনি মুক্ত রয়েছেন।

ফরাসি পুলিশের পক্ষ থেকে ইসরাইল-হামাস চলমান যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা কোন ঝুঁকি নিতে পারি না।’

গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নৃশংস বিমান হামলার পর পরিস্থিতি আরও খারাপের দিকে ধাবিত হচ্ছে। যার প্রতিক্রিয়া অত্র অঞ্চল পেরিয়ে ইউরোপ ও পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন এ উত্তেজনার ফলে ইসলামোফোবিয়ার চর্চা বৃদ্ধি পেতে পারে ইউরোপ জুড়ে।

উল্লেখ্য, অজ্ঞাত এ নারীর গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন ফরাসি সাংবাদিক উইদাদ কেতফি। ভুক্তভোগী নারীর আইনজীবী নাবিল বৌদি এক এক্স বার্তায় জানিয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img