জাতিসংঘের রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) এর আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া দিয়ে, গাজ্জায় ইসরাইলের আক্রমণের ফলে ক্ষতিগ্রস্থদের মাঝে সাহায্যের জন্য ৫ লাখ পাউন্ড ঘোষণা করেছে স্কটিস সরকার।
এক টুইটার বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বা ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ।
এছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য একটি মানবিক করিডর খোলার কথাও জানিয়েছেন তিনি।
ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজ্জায় ইসরায়েলের নৃশংস হামলার ফলে সেখানে ইউএনআরডব্লিউএ পরিচালিত আশ্রয় কেন্দ্রে প্রায় আড়াই লাখ ফিলিস্তিনি নিরাপত্তার পথ খুঁজছে। যাদের তাৎক্ষণিক আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সেবার জন্য ১০৪ মিলিয়ন ডলার প্রয়োজন।
স্কটল্যান্ডের এমন উদারতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউএনআরডব্লিউএ এর মুখপাত্র তামারা আল-রিফাই।তিনি বলেন, ঘোষণা করা সকল অর্থ গাজ্জার বেসামরিক নারী, শিশু ও পুরুষদের দুর্ভোগ কমানোর জন্য ব্যবহার করা হবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর