চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানের মধ্যে গত শনিবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে হামাসের লক্ষ্য অর্জনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
হামাস এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে, এছাড়াও গত সপ্তাহে হামাসের দ্বারা পরিচালিত আল আকসা ফ্লাডকে একটি “ঐতিহাসিক বিজয়” বলে অভিহিত করে এর ব্যাপক প্রশংসা করেন আমির আবদুল্লাহিয়ান। যে অভিযান দখলদার ইহুদী রাষ্ট্রটিকে একটি বড় ধাক্কা দিয়েছে।
বৈঠকে ইসমাইল হানিয়াহ বলেন, “এ যুদ্ধের পরে একটি নতুন ইতিহাস সৃষ্টি হবে যা ইতিপূর্বে ছিল না।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানীর সঙ্গে একটি বৈঠক করেছেন।
বৈঠকে তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলেন, যদি এ অঞ্চলে ইসরাইলের দ্বারা ফিলিস্তিনি জনগণের উপর অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: জেরুসালেম পোস্ট