বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

জাতিসংঘে চিঠি দিলেন হামাস প্রধান

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নৃশংসতা ও অপরাধ সম্পর্কে জানানোর উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি লিখেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ।

চিঠিতে, মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেসের কাছে ইসরাইলের চলমান নৃশংসতা তুলে ধরে এটি যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন ইসমাইল হানিয়াহ।

এছাড়াও চলমান এ যুদ্ধে গাজ্জা উপত্যকায় ইসরাইলি অবরোধ সম্পর্কেও চিঠিতে তুলে ধরেন তিনি।

কারণ যুদ্ধের শুরু থেকেই গাজ্জা উপত্যকায় মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দখলদার ইসরাইলি সরকার। বিদ্যুৎ সরবরাহের জন্য জ্বালানী ট্রাক ও ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

চিঠিতে জাতিসংঘ মহাসচিবের কাছে, গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দখলদার ইসরাইলের উপর চাপ প্রয়োগের আহবান জানিয়েছেন হানিয়াহ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img