এরদোগান: আমরা চাই না আমাদের অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ুক। প্রভাবশালী নেতাদেরকে আহবান জানাই তারা যেনো কাউকে অন্ধভাবে সমর্থন ও সহযোগিতা দেওয়ার পরিবর্তে উত্তেজনা কমিয়ে আনতে ভূমিকা পালন করেন।
সূত্র: আনাদোলু
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: হামাসকে পিষে নিশ্চিহ্ন করার পর যুদ্ধ শেষ হবে।
সূত্র: আনাদোলু
গাজ্জায় চলমান সংঘাতে আমেরিকার অবস্থান নিয়ে এরদোগান বলেন: মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের জন্য কোনটি মানানসই? শান্তি পুনরুদ্ধার নাকি আগুনে ইন্ধন যোগানো?
সূত্র: আনাদোলু
বিধ্বস্ত ও বিভীষিকাময় গাজ্জায় মানবিক সহায়তা প্রেরণের জন্য এখনো কোনো মানবিক করিডর ও গাজ্জার বেসামরিক লোকজনের জন্য সেইফ জোন নির্ধারণ করা হয়নি দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন নরওয়েজিয়ান শরণার্থী সংস্থার প্রধান জ্যান এগল্যান্ড।
সূত্র: আল জাজিরা
নরওয়েজিয়ান শরণার্থী সংস্থার প্রধান জ্যান এগল্যান্ড বলেন, ইসরাইলকে অবশ্যই পূর্ণমাত্রায় গাজ্জার অধিবাসীদের পানি ও বিদ্যুৎ সরবরাহ করতে হবে। গাজ্জার অধিবাসীদের জীবনযাপন দুর্বিষহ করে তুলতে যে নারকীয় বিভীষিকা সৃষ্টি করা হয়েছে এখনি তা বন্ধ করতে হবে।
সূত্র: আল জাজিরা
গাজ্জার উত্তরে হামাস নিয়ন্ত্রিত স্থাপনায় বোমা হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সূত্র: আল জাজিরা
হামাস উপপ্রধান সালেহ আল আরুরী: হামাসের কারো পক্ষে বন্দী ও বেসামরিক কোনো লোককে স্পর্শ করা সম্ভব নয়। আমরা যুদ্ধ আইন মেনেই বন্দীদের সাথে আচরণ করে থাকি।
সূত্র: আল জাজিরা
আসকালান ও জেকিমে বড় ধরণের রকেট হামলা চালিয়েছে স্বাধীনতাকামী কুদস বিগ্রেড।
সূত্র: আল জাজিরা
কাসসাম মুখপাত্র আবু ওবায়দা: অপারেশন তফানুল আকসা সেখান থেকে আরম্ভ হয়েছে যেখানে ২০২১ সনের অপারেশ সাইফুল কুদস থেমেছিলো। যা ফিলিস্তিনি (স্বার্থসংশ্লিষ্ট) ক্ষেত্রগুলোতে একতা এনেছিলো।
সূত্র: আল জাজিরা
হামাস উপপ্রধান সালেহ আল আরুরী: শত্রুর নেওয়া প্রতিটি পদক্ষেপের বিপরীতে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
সূত্র: আল জাজিরা
গাজ্জার সমর্থনে রাস্তায় নেমে এসেছে তিউনিসিয়ার জনগণ। গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতি ক্ষোভ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। গাজ্জার এই নৃশংসতার জন্য ইহুদিবাদী রাষ্ট্রটির সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীরণ চুক্তিকেও দায়ী করছেন বিক্ষোভে অংশগ্রহণকারী তিউনিসীয়রা।
এছাড়া বিক্ষোভ প্রদর্শনের সময় তাদেরকে “প্রাণ দিয়ে রক্ত দিয়ে তোমায় রক্ষা করবো হে ফিলিস্তিন” বলে স্লোগান দিতেও দেখা যায়।
সূত্র: আল জাজিরা
গাজ্জার মুসলিম ভাইবোনদের রক্তপাত বন্ধে বিশ্বের সকল মুসলিমকে রাস্তায় নেমে এসে সর্বাত্মক বিক্ষোভ প্রদর্শনের আহবান জানিয়েছে ফিলিস্তিনের অন্যতম স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ‘ইসলামি জিহাদ’।
সূত্র: আল জাজিরা
স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের হামলায় এখন পর্যন্ত ইসরাইলী নিহতের সংখ্যা ১৩০০ এর কিছু বেশি ও আহত ৩৩০০ এর অধিক।
ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলার শিকার ফিলিস্তিনি শহীদের সংখ্যা ১৪১৭ ও আহত ৬২৬৮ জন।
সূত্র: আনাদোলু
উত্তর ইসরাইলেও শুরু হলো লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলা।
সূত্র: আনাদোলু
আবার আসকালান ও আসদুদে ডজনে ডজনে রকেট হামলা শুরু করেছে কাসসাম বিগ্রেড।
সূত্র: হামাস
ফিলিস্তিনিদের সহায়তায় মিশরজুড়ে চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ইসরাইলী বর্বরতার শিকার গাজ্জার আহত মুসলিমদের সহায়তায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়গুলোর হাজারা হাজার শিক্ষার্থী।
সূত্র: আল জাজিরা
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জার অধিবাসীদের উপর হামলা বন্ধ না করলে এই অঞ্চল নতুন করে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে বলে সতর্ক বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আব্দুল লাহিয়ান।
সূত্র: আল জাজিরা
গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বোমাবর্ষণের ফলে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়েই চলেছে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭ জনে। আহত হয়েছে ৬ হাজার ২০০ জনেরও বেশি।
অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছুঁয়েছে, আহত হয়েছে ৩ হাজার ২০০ জনেরও বেশি।
অপহৃত ইসরায়েলিরা তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত গাজ্জায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অবৈধ দেশটির জ্বালানি মন্ত্রী ইয়েসরাইল কাটজ।
তিনি বলেন, “অপহৃত ইসরায়েলিরা তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত কোনও বৈদ্যুতিক সুইচ চালু করা হবে না, কোনও পানির কল চালু করা হবে না ও কোনও ট্রাক জ্বালানী নিয়ে গাজ্জায় প্রবেশ করবে না।”
তিনি আরো বলেন, “আমাদের যেন কেউ মানবতা শেখাতে না আসে।”
সূত্র : আল-জাজিরা
অবরুদ্ধ গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ১২০৩ জন। আর আহত হয়েছেন ৫৭৬৩ জন।
সূত্র: আল জাজিরা
প্রায় ১৩০০ তে গিয়ে পৌঁছেছে ইসরাইলী নিহতের সংখ্যা। আহত ৩১৯২ জন। অপরদিকে ইহুদিবাদী ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ১১০০ জন ফিলিস্তিনির শাহাদাত বরণ ও ৫৩৩৯ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
সূত্র: আনাদোলু