বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জার অবরোধ তুলে নিতে কঠোর শর্ত দিল ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জ্বালানিমন্ত্রী কাটজ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের বন্দিদের মুক্তি না দেবে, ততক্ষণ গাজ্জার উপর অবরোধ আরোপ করে রাখবেন তারা।

তিনি বলেন, কোনো ইলেকট্রিক্যাল সুইচ অন করা হবে না, পানির হায়ড্রান্ট খোলা হবে না এবং জ্বালানির কোনো ট্রাক প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত বন্দিদের মুক্তি দেওয়া না হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া পোস্টে দখলদার এসব কথা বলেন।

উল্লেখ্য; গত শনিবার ইতিহাসে প্রথমবার দখলদার ইসরাইলে ঢুকে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। এরপরের দিন গাজ্জা উপত্যকায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরাইল। ওইদিন থেকেই গাজায় খাদ্য, জ্বালানিসহ সবকিছুর সরবরাহ বন্ধ করে দেয় তারা। তাদের এ অবরোধের কারণে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সাধারণ গাজ্জাবাসী। জ্বালানির অভাবে ইতোমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেখানকার মানুষ। এছাড়া খাদ্য সংকটের শঙ্কায়ও রয়েছেন তারা।

সূত্র: বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img