বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

১৪ অক্টোবর সমাবেশ সফলের লক্ষ্যে রাজধানীতে “প্রচার মিছিল” করল যুব মজলিস

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ৮ দফা দাবিতে সোহরাওর্য়াদী উদ্যানে খেলাফত মজলিসের ১৪ অক্টোবরের সমাবেশ সফলের লক্ষ্যে ঢাকায় প্রচার মিছিল করেছে ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী।

আজ বুধবার (১১ অক্টোবর) বাদ আছর সেগুনবাগিচা জামে মসজিদের সামনে থেকে পুরানা পল্টন জামে মসজিদ পর্যন্ত প্রচার মিছিল করে সংগঠনটি। ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের আহবায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।

ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব মুহাম্মাদ জামিরুল ইসলামের পরিচালনায় মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের সদস্য সচিব জনাব তাওহীদুল ইসলাম তুহিন, ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ রায়হান আলী, খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল হক আমিনী, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মহিউদ্দিন জামিল, মাওলানা ফরিদ আহমদ, ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষন ও ক্যাম্পাস সম্পাদক ইমরান হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নুর মুহাম্মাদ, যুব মজলিস মানিকগন্জ জেলা আাহবায়ক দেওয়ান তানজিল আহমদ, মুফতী এমরান হোসাইন, মুহাম্মাদ ইয়াসীন আরাফাত, মুহিত আলী, শহীদুল ইসলাম, শামীম আহসান, শফিকুল ইসলাম ইমন, সৌরভ হোসেন, শামসুল হক প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img