ফিলিস্তিনের গাজ্জা ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান যুদ্ধের বিষয়ে এবার মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতাই এ যুদ্ধের প্রধান কারণ।
ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী, গত মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে এক ফোনালাপে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ইসরাইল ও গাজ্জায় নিহত বেসামরিক নাগরিকদের প্রতি সমবেদনা ও গভীর উদ্বেগ প্রকাশ করে পুতিন বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের ইচ্ছাকেই চাপিয়ে দিয়েছে ওয়াশিংটন।
তিনি বলেন, সমঝোতার ক্ষেত্রে উভয় পক্ষ থেকে কখনোই মতামত গ্রহণ করেনা আমেরিকা। তারা বিরোধ সমাধানের ক্ষেত্রে নিজেদের ধারণা গুলোই জোরপূর্বক চাপিয়ে দেয়।
পুতিন আরো বলেন, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রের প্রয়োজন ছিল। কিন্তু আমেরিকা তাদের স্বার্থ উপেক্ষা করে গেছে।
ফোনালাপে, উভয় পক্ষের মধ্যে ‘দ্রুত আলোচনা’ ও ‘অবিলম্বে যুদ্ধ বিরতির’ প্রক্রিয়ার উপর জোর দিয়েছেন এ দুই নেতা।
ফোনালাপে এরদোগান পুতিনকে বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলা দুঃখজনক যা কখনোই স্বাগত জানায় না তুরস্ক।
সূত্র: আল জাজিরা