ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যেকার চলমান যুদ্ধের পঞ্চম দিনে ইসরাইলের প্রতি সমর্থন দ্বিগুণ করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
ইসরাইলের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের প্রথম চালান ইতিমধ্যে তেল আবিবে পৌঁছেছে। যার দরুন গত রাতে বৃষ্টির মত গাজ্জায় বোমা বর্ষণ করেছে ইসরাইল বাহিনী।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে অস্ত্রের বিষয়টি নিশ্চিত করে বলেছে, “গতকাল সন্ধ্যায় আমেরিকার একটি বিমানে করে উন্নত অস্ত্র সরবরাহ করা হয়েছে, যেটি দক্ষিণ ইসরাইলের নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এসব অস্ত্র বিশেষ কিছু সামরিক অভিযান ও ভিন্ন পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই চ্যালেঞ্জিং সময়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে সহযোগিতা ও সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসরাইলের সাধারণ জনগণের প্রতি।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমাদের সাধারণ শত্রুরা এটা খুব ভালোভাবে জানে যে, আমাদের দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা পূর্বের তুলনায় বর্তমানে অনেক বেশি শক্তিশালী। এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সূত্র: সিএনএন