ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৮০০ জন নিহত ও ২২৪৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সেবা অধিদপ্তর।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজ্জা উপত্যকায় ৫১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৫৭০ জন। এছাড়াও দখলকৃত পশ্চিম তীরে ১৬ জন ফিলিস্তিনি শহীদ ও ৮০ জন আহত হয়েছে।
উল্লেখ্য; মসজিদে আকসা ও অন্যান্য পবিত্র স্থানগুলোর সম্মানহানি, নিয়মিত তাণ্ডব, ফিলিস্তিনিদের উপর হামলা ও অবৈধ দখলদারিত্বের এর জবাবে গাজ্জা উপত্যকায় বসবাসকারী স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা গত শুক্রবার ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে “অপারেশন তুফানুল আকসা” শুরু করে। এ অপারেশনে ইতিহাসে প্রথমবারের মতো অবৈধ রাষ্ট্রটির অভ্যন্তরে ঢুকে আক্রমণ পরিচালনা করা হয়।
সূত্র: আল জাজিরা